Baisnava Slokabali Bengali
পরমার্থ লাভে অভিলাষী ভক্তিপথের পথিক সাধকদের জন্য শ্রীপাদ রোহিণীনন্দন দাস প্রভু এই “বৈষ্ণব শ্লোকাবলী” গ্রন্থটি সংকলন করেছেন। বিভিন্ন শাস্ত্র-গ্রন্থ থেকে ভগবদ্ভজনের উপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট শ্লোকগুলি আহরণ করে তিনি এই গ্রন্থে সন্নিবিষ্ট করেছেন। ভগবদ্ভজনের বহুবিধ অঙ্গ রয়েছে, যাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যেতে পারে – আচার এবং প্রচার। আর এই দুটি বিভাগই সমান গুরুত্বপূর্ণ, পারস্পরিক সম্পর্কযুক্ত ও একে অপরের পরিপূরক। অর্থাৎ, সাধন-রাজ্যে আচার বা আচরণ যত সুষ্ঠু ও শুদ্ধ হবে, সেই পরিমাণে প্রচার করার বলও তত বেশী লাভ করা যাবে। তখন সেই ভক্তের প্রচারিত শিক্ষা বা উপদেশ সাধারণ মানুষের হৃদয় স্পর্শ করবে এবং তারাও ঐকান্তিকতার সঙ্গে ভগবস্তুজনে বা কৃষ্ণ-ভজনে নিয়োজিত হবে। আর এ সবই হচ্ছে শাস্ত্রভিত্তিক। অর্থাৎ, শাস্ত্রে প্রদত্ত শিক্ষা বা ভগবানের মহিমা ও ভক্তের ভগবদ্ভজনের মহিমাই আমাদের পারমার্থিক জীবন অবলম্বন করতে অনুপ্রাণিত করে। শাস্ত্রে বর্ণিত ভগবল্লীলা বা স্বয়ং ভগবানের মুখনিঃসৃত বাণী, কিংবা মহাজনগণের শিক্ষা, এ সবই সাধক ভক্তদের ভজন-সাধনের ও পরমার্থের ক্ষেত্রে সহায়ক ও পুষ্টি বিধানকারী। আবার সেগুলি যুক্তিপূর্ণ, ব্যবহারিক, বাস্তবসম্মত ও প্রামাণিক হওয়ার জন্য সাধারণ মানুষের কাছেও সমান ভাবে গ্রহণযোগ্য; ফলে সেগুলির প্রয়োগ, উদাহরণ ও দৃষ্টান্ত মানব সমাজকে আকৃষ্ট ও প্রভাবিত করার জন্যও সমানভাবে কার্যকরী। কিন্তু শাস্ত্রের পরিধি বিশাল তা আদ্যোপান্ত পাঠ করা বা স্মৃতিপটে ধরে রাখা কোনমতেই সম্ভব নয়। তাই আমাদের আচার-আচরণের ও প্রচারের উপযোগী শাস্ত্রসম্মত সঠিক ও প্রয়োজনীয় তথ্য ও তত্ত্ব-সিদ্ধান্ত সম্বলিত শ্লোকগুলির সংকলন করে এই গ্রন্থে বঙ্গানুবাদ সহ গ্রথিত করা হয়েছে। ফলে সাধক বা প্রচারকদের বিশেষ বিশেষ বিষয়ের জন্য নির্দিষ্ট শ্লোকগুলির সন্ধান পেতে বা তার চর্চা করতে কোন সমস্যাই হবে না, এবং অবলীলাক্রমে সেগুলির উপযোগ করে নিজেদের আচার ও প্রচার কার্য সুষ্ঠুভাবে সাধন করার মাধ্যমে আধ্যাত্মিক জীবন পুষ্ট করতে সক্ষম হবেন এবং একাধারে জগতেরও পরম মঙ্গল বিধান করতে পারবেন।
ISBN 978-93-86956-33-0 90000
Reviews
There are no reviews yet.